ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের মধ্যে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ মে) বেলা ২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব তথ্য জানান।
তিনি বলেন- ভারতীয় পুলিশ জানিয়েছে, তিনি (আনোয়ারুল আজিম) খুন হয়েছেন। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ভারতীয় পুলিশ সহযোগিতা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তাদের তথ্য অনুযায়ী, জড়িত হিসেব সন্দেহভাজনদের মধ্যে তিন জনকে বাংলাদেশের পুলিশ জিজ্ঞাবাদ করছে। হত্যার সঙ্গে জড়িত তিনজনই বাংলাদেশি। এখন পর্যন্ত ভারতের কাউকে আমরা জড়িত পাইনি।’
ভারত যাওয়ার ১০ দিন পর বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার অ্যাপার্টমেন্ট সঞ্জিভা গার্ডেনে আনোয়ারুল আজিম আনারকে হত্যার তথ্য দেয় পুলিশ।
এমপি আনোয়ারুল আজিমের ভাতিজা সাইমন ইতোমধ্যে ভারতে গেছেন। এমপির বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন।
ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে ও বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। ১৫ মে থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিষয়টি তার মেয়ে ডরিন ভারতে এমপির বন্ধু গোপাল বিশ্বাসকে জানান। গোপাল এ বিষয়ে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ