রোহিঙ্গা সংকট সমাধানে ভারত ও চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ দেশ দুটি যুক্ত হলে দ্রুতই এই সমস্যা সমাধান করা সম্ভব।
রোববার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনারে হাছান মাহমুদ এসব কথা বলেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে সব ধরনের চেষ্টাই করেছি। আমরা আশা করছি, আইসিজের মাধ্যমে মিয়ানমারের ওপর একটি আন্তর্জাতিক চাপ পড়বে।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের জীবিকা নির্বাহের সুযোগ দিতে আমাদেরকে বলছে জানিয়ে হাছান মাহমুদ বলেন- আমরা মনে করি, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান তাদের নিজ দেশে প্রত্যাবর্তন। শিবিরের ভেতরে আমরা সীমিত কিছু কাজের ব্যবস্থা করতে পারি। কিন্তু শিবিরগুলো খুবই সংকীর্ণ ও জনাকীর্ণ। রোহিঙ্গাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করা সমাধান নয়। একমাত্র সমাধান হচ্ছে সব অধিকারসহ তাদের নিজ দেশে প্রত্যাবর্তন।’
ওকাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ফরিদ হোসেন। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ