ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬

তাপপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

প্রকাশনার সময়: ১৫ মে ২০২৪, ১৩:১৮

বৃষ্টির প্রভাব কেটে সারাদেশে গরম বাড়ছে। বুধবার (১৫ মে) থেকে তাপমাত্রা বাড়ছে, যা তাপপ্রবাহের আরও বিস্তার ঘটাতে পারে এবং তা অব্যাহত থাকবে।

বুধবার (১৫ মে) আগামী তিন দিনের বার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন শুধুমাত্র সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

এছাড়া, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ