দুপুরের খাবার খেতে বাবাকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকেছিলেন রায়হান হাসনাত চৌধুরী(৩৭)। হঠাৎ খাবার টেবিলের চেয়ার থেকে ঢলে মেঝেতে পড়ে যান রায়হান। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
গতকাল বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রাজধানী মহাখালীর একটি রেস্তোরাঁয়।
জানা গেছে, রায়হানের বাবা ঢাকার নবাবপুরের একজন ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে গতকাল তিনি গিয়েছিলেন গুলশানে। ছেলে রায়হান চাকরি করতেন মহাখালীর নিটল গ্রুপের প্রধান কার্যালয়ে। মায়ের কিডনি প্রতিস্থাপন নিয়ে গত কয়েকদিন ধরে বেশ ব্যস্ততায় ছিলেন রায়হান।
বাবা গুলশান আসছেন জানতে পেরে দুপুরের খাবার একসঙ্গে খেতে বলেন ছেলে। সায় দিয়ে ছেলের সঙ্গে খেতে যান বাবা। দুজনে একসঙ্গে প্রবেশ করে মহাখালীর একটি হোটেলে। কিন্তু দুর্ভাগ্য, বাবা-ছেলের একসঙ্গে খাওয়া হলো না। তার আগেই হঠাৎ বসা থেকে কাত হয়ে হোটেলের মেঝেতে পড়ে যান রায়হান। এর কিছুক্ষণের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
রায়হান হাসনাত চৌধুরীর গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়। যাত্রাবাড়ীর সুরুজনগর কলোনির নিজ বাড়িতে থাকতেন। তার বাবার নাম আবুল হাসনাত চৌধুরী। রায়হাননের স্ত্রীর নাম রোমানা সরকার। তাদের সংসারে ১৬ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ