ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

হজযাত্রীদের ক্যাম্পে যতক্ষণ আগে উপস্থিত হতে হবে

প্রকাশনার সময়: ০৮ মে ২০২৪, ২১:৪২

চলতি বছরের হজ ফ্লাইট বৃহস্পতিবার (৯ মে) শুরু হচ্ছে। হজযাত্রীদের ভোগান্তি কমাতে বাংলাদেশ থেকেই শেষ করা হচ্ছে রুট-টু-মক্কা সার্ভিসের আওতায় হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা। ফলে হজযাত্রীদের কমপক্ষে ৬ ঘণ্টা আগে হজ ক্যাম্পে যেতে বলা‌ হয়েছে।

বুধবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহেরের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হযয়েছে, আগামীকাল থেকে পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে। প্রথম দিনে যেসব হজ টিমের সদস্য সৌদি আরব গমন করবেন তাদের ফ্লাইটের নির্দিষ্ট সময়ের ৬ ঘণ্টা আগে হজ ক্যাম্প, আশকোনা, ঢাকায় ইমিগ্রেশনের জন্য আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।

এ ছাড়া সদস্যদের সৌদি আরবে পৌঁছে দাপ্তরিক কাজের সুবিধার্থে ৪ কপি করে পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ