ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কালো টাকা সাদা করার সুযোগ রেখে অর্থবিল পাশ

প্রকাশনার সময়: ২৯ জুন ২০২১, ১৯:১১

অর্থনীতিতে শেষ পর্যন্ত কালো টাকার সুযোগ রইল। এই সুযোগ রেখেই আজ মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে অর্থবিল ২০২১।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বিল পাস হয়।

বিলে সুযোগ রাখা হলেও চলতি বছরের মতো ঢালাওভাবে কালো টাকা সাদা করা যাবে না। শেয়ারবাজার, ফ্ল্যাট ও জমি কেনা, সঞ্চয়পত্র আরও কয়েকটি খাতে বিনিয়োগের ক্ষেত্রেই কেবল এই সুযোগ প্রযোজ্য হবে। এর বাইরে শিল্প-কারখানায় বিনিয়োগের ক্ষেত্রেও কালো টাকা সাদা করার সুযোগ প্রযোজ্য হবে। এ খাতে করও গুণতে হবে কম।

এর ফলে উচ্চ হারে করারোপ করে আরো এক বছর সাদা করা যাবে কালো টাকা। নতুন বিনিয়োগের বেলায় কর দিতে হবে মাত্র ১০ শতাংশ। এ ক্ষেত্রে ওই টাকার উৎস নিয়ে প্রশ্ন করতে পারা যাবে না।

অপ্রদর্শিত অর্থের এত কম কর দেয়ার সুযোগ রাখা হলেও প্রদর্শিত আয়ে ২৫ শতাংশ পর্যন্ত করারোপ করা হয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই আগামী বছরের জুন পর্যন্ত বিশেষ এই সুযোগ বাড়ালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নতুন শর্ত অনুযায়ী, ২৫ শতাংশ কর দিতে হবে শেয়ারবাজার, ব্যাংক, সঞ্চয়পত্র ও নগদ টাকা সাদা করার ক্ষেত্রে। সেইসঙ্গে করের ওপর পেনাল্টি দিতে হবে ৫ শতাংশ।

তবে শিল্প-কারখানায় বিনিয়োগ করলে ১০ শতাংশ কর দিতে হবে। দেশে বিনিয়োগ চাঙা করতে এমন সুযোগ চালু করেছিলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান।

এর আগে ২০২০-২১ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ হারে কর দেয়ার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছিল। এই অর্থ নির্ধারিত কিছু খাতে বিনিয়োগে বাধ্যবাধকতা রাখা হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ