শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৮

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের বোরো ধানের ফসল পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন ওমর আলী (৫৫) নামের এক কৃষক।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আনুমানিক রাত নয়টায় উপজেলার পাহাড়ি এলাকা বাতকুচির টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ওই গ্রামেরই মৃত তমিজ উদ্দিনের ছেলে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তার নিজ ধানের ফসলি জমি পাহারা দিতে বের হন কৃষক ওমর। কিন্তু অন্যদিনের মতো সেদিন রাতে আশপাশের অন্যান্য কৃষকের ফসলে কৃষকদের অবস্থান ছিলো না। ওমর একাই তার ধানক্ষেত দেখতে যান। হঠাৎ করে রাত আনুমানিক নয়টায় বন্যহাতির একটি দল কৃষক ওমরের ধানক্ষেতের কাছেই চলে আসে এবং কৃষক ওমর তা বুঝে ওঠার আগেই হাতির দলটি কৃষক ওমরের উপর আক্রমণ চালায়।

এ সময় শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে ও পায়ে পিষ্ট করে পেটের নাড়িভুঁড়ি ও মাথার মগজ বের করে মৃত্যু নিশ্চিত করে হাতির দলটি পাহাড়ের দিকে চলে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী ওমরকে দেখতে না পেরে ঘটনাস্থলে গেলে তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নয়া শতাব্দী/এনএইচ/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ