রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রী প্রাণ হারিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে সদরঘাট ১১ নম্বর পন্টুনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী, ও একটি শিশু রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামক দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুই লঞ্চের মাঝ দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ভেড়ানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে যায়। এতে নারী-শিশুসহ সাত যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচ জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় ৭ যাত্রী গুরুতর আহত হন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল, হঠাৎ রশি ছিঁড়ে যাত্রীদের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে আহতদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। পরে সেখানে পাঁচজনের মৃত্যু হয়।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ