দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমবঙ্গের ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করলেও মহাসড়কে কোথাও কোনও বিড়ম্বনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (৭ এপ্রিল) সকাল থেকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তের টোল প্লাজায় ৭টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় শেষে খুব দ্রুততম সময়ে সেতু পাড়ি দিয়ে ২৪ জেলার মানুষ ছুটছেন শিকড়ের টানে। পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার হচ্ছে নির্ধারিত লেনে। মহাসড়কে দূরপাল্লার গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে।
এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনও বিড়ম্বনা নেই।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ