ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কমলাপুর থেকে বিলম্বে ছাড়লো ট্রেন, দুর্ভোগে যাত্রী সাধারণ

ঈদযাত্রার চতুর্থ দিন
প্রকাশনার সময়: ০৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১২:৫৯

ঈদযাত্রার চতুর্থ দিন আজ শনিবার (৬ এপ্রিল) ঘরে ফেরা যাত্রীর চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ট্রেনের যাত্রা বিলম্ব। সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সেপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়েছে ৭টা ৫০ মিনিটে। ফলে অন্যান্য ট্রেনেরও ধারাবাহিকভাবে বিলম্ব হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে যাত্রীরা কিছুটা অসন্তোষ প্রকাশ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদে ঘরে ফেরা মানুষদের স্বাচ্ছন্দ্যের জন্য নানান উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটে কেউ স্টেশনে প্রবেশ করতে পারছেন না। যাত্রীর নিরাপত্তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ (আরএনবি) পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তথ্যগত সহায়তায় রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় স্টেশনে বাড়তি ভিড় ছিল না। যারা অনলাইনে টিকিট কাটতে পেরেছেন, তারাই শুধু মূল স্টেশনের ভেতরে (প্ল্যাটফর্ম) প্রবেশের অনুমতি পাচ্ছেন। তবে এর বাইরেও যাত্রার আগ মুহূর্তে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আসনবিহীন টিকিট বিক্রি করা হচ্ছে।

এছাড়া ঢাকা ফেরার টিকিট আজ শনিবার (৬ এপ্রিল) বিক্রি করছে রেলওয়ে। ১৬ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তারাই আজ টিকিট সংগ্রহ করবেন। অনলাইনে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টা থেকে ইস্যু করা হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ