ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ: আরেফিন সিদ্দিক

প্রকাশনার সময়: ২৬ মার্চ ২০২৪, ১৫:৩৭

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় ডেসকোর ট্রেনিং বিল্ডিংয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের। কিছু সময় কথা বলে ইতিহাস বলে ফেলা যায়, কিন্তু এটি আমাদের উপলব্ধি করতে হবে।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার মধ্যে ছিল ইউনিক লিডারশিপ। পাকিস্তানিরা ৪৮ সালেই বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু তাদের শত্রু। তিনি সারা জীবন মানুষ এবং দেশের জন্য লড়াই করে গেছেন। তিনি চেয়েছিলেন ভাষার মুক্তি। ৭১ পরবর্তী তিনি কৃষক শ্রমিকদের মাঝে স্বাধীনতার আলো জ্বালিয়ে দিতে চেয়েছেন। সকলকে সঙ্গে নিয়ে তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। তার চেতনা আদর্শকে আমাদের লালন করতে হবে।’

আরেফিন সিদ্দিক এসময় তার বক্তব্যে বঙ্গবন্ধুকে নিয়ে দেশ বিদেশের রাষ্ট্রপ্রধান, কূটনৈতিক, সাংবাদিক এবং সাধারণ জনগনের মূল্যায়ন তুলে ধরেন।

ডেসকোর নির্বাহী পরিচালক প্রশাসন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডেসকোর নির্বাহী পরিচালক (ফাইন্যান্স) মো. তোফাজ্জল হোসেন।

আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদ, দুই লক্ষ মা-বোন, বীর মুক্তিযোদ্ধা এবং ৭৫-এর ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদদের জন্য দোয়া করা হয়।

মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মামুনুর রশিদের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন ডেসকোর নির্বাহী পরিচালক (প্রকৌশল) জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক (সংগ্রহ) এ কে এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক (অপারেশন) মো. জাকির হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডেসকোর প্রধান প্রকৌশলী, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ