ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

একটি টিকিট পেতে ছুটছেন ৬০ জন, ২ ঘণ্টায় সব শেষ!

প্রকাশনার সময়: ২৬ মার্চ ২০২৪, ১৪:১০ | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ১৪:১৯

তৃতীয় দিনের মতো শতভাগ অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদযাত্রার অগ্রীম টিকিট বিক্রির প্রথম দিন থেকেই ওয়েবসাইটে বাড়ছে যাত্রীদের চাপ। মঙ্গলবার (২৬ মার্চ) টিকিট কিনতে এই চাপ বেড়েছে অনেক গুণ।

কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন আগামী ৫ এপ্রিলের টিকিট ছাড়তেই দু’ঘণ্টায় ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। আর এসব টিকিট সংগ্রহ করতে এ সময় ওয়েবসাইটে প্রবেশ করেন ৯৫ লাখ টিকিটপ্রত্যাশী; অর্থাৎ একটি টিকিট পেতে গড়ে চেষ্টা করেছেন ৬০ জন।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, মঙ্গলবার সকালে আগামী ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছিল। কিন্তু বিক্রি শুরুর ২ ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। এসব টিকিট সংগ্রহ করতে টিকিটপ্রত্যাশীরা ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজারের মতো হিট করেন। পশ্চিমাঞ্চলে আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজারের মতো।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রির কার্যক্রম।

কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ছাড়া হয়েছে। বেলা ১১টায় সব টিকিট বিক্রি শেষ হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে প্রায় ১৬ হাজার আসন সংখ্যা ছিল। দুপুর দুইটায় পূর্বাঞ্চলের টিকিটগুলো অনলাইনে ছাড়া হবে।

পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা এবার ৩৩ হাজার ৫০০টি।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ