বিচ্ছিন্ন কিছু সহিংসতা, অনিয়ম ও বর্জনের মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে প্রথম ধাপের ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং ৯ পৌরসভার ভোটগ্রহণ। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেয়া হয়। তবে ১৬০ ইউপির চেয়ারম্যান পদের মধ্যে ১৩১টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। এর মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান পদে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। তাদের মধ্যে শুধু বাগেরহাট জেলাতেই রয়েছেন ৩৮ জন। ২৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন, যার মধ্যে অধিকাংশই ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী। একটির ফলাফল স্থগিত করা হয়েছে।
অন্যদিকে ৯টি পৌর মেয়র পদে তিনটিতে আগেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ছয়টির মধ্যে চারটিতে আওয়ামী লীগের নৌকার এবং দুটিতে দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
একনজরে নির্বাচিত বিজয়ীরা_
খুলনা: জেলার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে আওয়ামী লীগের জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের মো. নুরুল ইসলাম সরদার, দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছের আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ, দাকোপ ইউনিয়নে আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মিহির ম-ল, সুতারখালী ইউনিয়নে আওয়ামী লীগের মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে আওয়ামী লীগের পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জালালউদ্দিন গাজী, বাজুয়া ইউনিয়নে আওয়ামী লীগের মানস কুমার রায়, বানিশান্তা ইউনিয়নে আওয়ামী লীগের সুদেব কুমার রায় নির্বাচিত হয়েছেন। এর আগে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগের শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শেখ মো. আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নে আওয়ামী লীগের জি এম মিলন নির্বাচিত হয়েছেন। দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. সাজ্জাদুর রহমান লিঙ্কন নির্বাচিত হয়েছেন।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল মান্নান গাজী, রাড়ুলী ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাদা মো. আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে আওয়ামী লীগের রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে আওয়ামী লীগের কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে আওয়ামী লীগের কে এম আরিফুজ্জামান ও কপিলমুনি ইউনিয়নে আওয়ামী লীগের মো. কওছার আলী জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন।
ফরিদপুর: জেলার ভাঙ্গা মডেল পৌরসভা নির্বাচনে মেয়র পদে সরকার দলীয় প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আবু রেজা মো. ফয়েজ নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয় হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ২৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমর্থিত প্রার্থী আছাদুজ্জামান আছদ মিয়া হাতপাখা মার্কায় পেয়েছেন ৪ হাজার ৭৩৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল মুন্সি নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৭১৯ ভোট।
সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন- ১ নং জয়নগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশাখা রানী সাহা, ২ নং জালালাবাদ ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান নিশান, ৩ নং কয়লা ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ সোহেল রানা, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এখানে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন হাবিল এগিয়ে রয়েছেন, ৬ নং সোনাবাড়ীয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বেনজীর হোসেন হেলাল, ৭নং চন্দনপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডালিম হোসেন, ৯নং হেলাতলা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন, ১১ নং দেয়াড়া ইউনিয়নে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান মফে এবং ১২নং যুগিখালি ইউনিয়নে নৌকার প্রার্থী রবিউল হাসান বিজয়ী হয়েছেন।
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪ ইউনিয়নে ১২টিতে নৌকা ও ২টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। নির্বাচনে ১ নং তেলিগাতী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মোশের্দা আকতার, ২নং প করন ইউনিয়নে নৌকা প্রতীকের আব্দুর রাজ্জাক মজুমদার, ৩নং পুটিখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের আব্দুর রাজ্জাক শেখ, ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে নৌকা প্রতীকের সামসুর রহমান মল্লিক, ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান আলিম হাওলাদার, ৬ নং চিংড়াখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের আলী আক্কাস বুলু, ৭নং হোগলাপাশা ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কা প্রতীকের ফরিদুল ইসলাম, ৮ নং বনগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী রিপন দাস, ৯নং বলইবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী খান, ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের মো. আকরামুজ্জামান, ১১ নং বহরবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান টিএম রিপন, ১২ নং জিউধরা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ১৪ নং বারইখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আউয়াল খান মহারাজ, ১৫নং মোরেলগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী হুমায়ুন কবীর মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে ২১ হাজার ৪৬৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আলমগির চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জিয়া-বুল হক। তিনি পেয়েছেন ১০ হাজার ২৫২ ভোট। সোমবার সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।
দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি রেলইঞ্জিন প্রতীক নিয়ে ২ হাজার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন চৌধুরী। তিনি পেয়েছেন ২ হাজার ২৪৭ ভোট।
নোয়াখালী: নির্বাচনে সুবর্ণচর উপজেলায় ৬ ইউনিয়নের মধ্যে আওযামী লীগের দলীয় ৪ জন ও ২জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন । আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন, চরবাটা ইউনিয়নে আমিনুল ইসলাম রাজিব, পুর্ব চরবাটায় আবুল বাসার মন্জ্ঞু, চরআমান উল্যায় অধ্যাপক বেলায়েত হোসেন, চরওয়াপদায় আবদুল মান্নান ভুইয়া, এবং স্বতন্ত্র প্রার্থী চরক্লার্কে এডভোকেট আবুল বাসার ও মোহাম্মদপুর ইউনিয়নে মহিউদ্দিন চোধুরী ।
অন্যদিকে জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার ৫ প্রার্থী ও স্বতন্ত্র ২ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা প্রার্থীরা হলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী দিনাজ উদ্দিন, চরইশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আজাদ,চরকিং ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন আহমেদ,তমরদ্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রাসেদ উদ্দিন,সোনাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মেহেদি হাসান, বুড়িরচর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী ফখরুল ইসলাম ও জাহাজমারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মাসুমবিল্লাহ।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ