ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

হাতিরপুলে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৪, ১৮:৫৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১৯:২২

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। ভবনটির নাম রাজ কমপ্লেক্স। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছুই জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ভেতরের দিকে আগুন লেগেছে। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় তলার জানালার কাঁচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যাছে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ