ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

বাজারে মেয়াউত্তীর্ণ খেজুরের সয়লাব, যা জানালো ভোক্তা অধিকার

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৪, ২১:৫৫

পবিত্র রমজান ঘিরে খেজুরের দাম বৃদ্ধি নিয়ে ভোক্তা পর্যায়ে অসন্তোষের মধ্যে অন্যতম দুঃশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে মেয়াউত্তীর্ণ খেজুর। এসব মেয়াদউত্তীর্ণ খেজুর গ্রহণে বিষক্রিয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ঘটাতে পারে বলে আশঙ্কা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি এ.এইচ.এম. সফিকুজ্জামান।

বুধবার (১৩ মার্চ) এ বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সফিকুজ্জামান বলেছেন, যে জিনিসটির খাদ্যমান নষ্ট হয়ে গেছে; অর্থাৎ জিনিসটি বিষ হয়ে গেছে। সেটা যদি আমাদের বাজারে আসে, ওইটা খাওয়ার পরে একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে ইফতারে যখন খেজুরটি মুখে নেবে, তখন সেটা টক্সিক (বিষক্রিয়া) হয়ে যাবে; এতে তার স্বাস্থ্যঝুঁকি হতে পারে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মার্চ) নারায়ণগঞ্জের একটি কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোনারগাঁয়ের কাঁচপুরের কুতুবপুর এলাকায় অবস্থিত স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে খেজুরগুলো জব্দ করা হয়। জব্দকৃত খেজুরের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা। ভুয়া মেয়াদের স্টিকার লাগিয়ে খেজুরগুলো বাজারে বিক্রির পরিকল্পনা চলছিল।

ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, ‘খেজুর কোল্ডস্টোরেজে রাখা অন্যায় না, এ খেজুর আরও তিন বছর আগে মেয়াদউত্তীর্ণ হয়ে গেছে। তারা এখন এই খেজুরগুলো নতুন মেয়াদ লাগিয়ে বিক্রি করছে। আমাদের অভিযান ওখানেই।’

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ