ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ

প্রকাশনার সময়: ১২ মার্চ ২০২৪, ১৭:২৬ | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১৮:৫৯

ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামক বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ দখল করে নিয়েছে সোমালি জলদস্যুরা। জাহাজটিতে ২৩ জন নাবিক ও ক্রু ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) উপকূল থেকে ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা কয়লাবাহী জাহাজটিতে হামলা চালায় সোমালি জলদস্যুদল। জাহাজটির মালিক চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান এসআর (কবির স্টিল) শিপিং।

এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘কম ঝুঁকিপূর্ণ এলাকা অনুসরণ করে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে দক্ষিণ আফ্রিকার দেশ মোজাব্বিকের দিকে যাচ্ছিল।’

মেহরুল করিম আরও বলেন, ‘সোমালি জলদস্যুরা তাদের নেটওয়ার্ক বাড়াচ্ছে। দুদিন আগে এমভি আবদুল্লাহর গতিপথ পরিবর্তন করে সোমালিয়ার দিকে ঘুরিয়ে নেয় জলদস্যুরা’।

জিম্মি অবস্থায় থাকলেও বাংলাদেশি নাবিকরা সুস্থ আছেন এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাহাজে থাকা সমস্ত ক্রুদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মেহেরুল করিম।

বাল্ক ক্যারিয়ার জাহাজ আবদুল্লাহর মোট দৈর্ঘ্য (এলওএ) ১৮৫ দশমিক ৭৪ মিটার এবং প্রস্থ ৩০ দশমিক ৪ মিটার।

এর আগে, ২০১০ সালেও সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি। দীর্ঘ ৩ মাস পর ২৬ নাবিকসহ জাহাজটি মুক্ত হয়।

এদিকে ভারত মহাসাগরে গত কয়েক দশকে বেশ বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা। এ কারণে এ জলপথ ব্যবহার করে পরিচালিত পণ্য পরিবহন ব্যবসা হুমকির মুখে পড়েছে। তবে জলদস্যুদের কাছে বিষয়টি যতটা না ছিনতাই, তার চেয়ে বড় ধরনের ব্যবসা। দস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া নাবিকেরা এমনটাই জানিয়েছেন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ