ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানে নতুন সিদ্ধান্ত 

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:০২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৪
সংগৃহীত ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সপ্তাহে দুদিন করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এ ছাড়া, এখন থেকে প্রতি সপ্তাহে একদিন করে টিকা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করেও টিকা নেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম টিকাদান কার্যক্রম নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরে জানান, প্রতি সপ্তাহে নির্ধারিত একদিনের ভিত্তিতে নিবন্ধিত-অনিবন্ধিত এবং ষাটোর্ধ্ব জনগোষ্ঠীকে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে বলা হবে।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটিসহ প্রায় দুই কোটির মতো টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে, তাই সেসব স্কুল কলেজে আগে যেখানে টিকাদান কর্মসূচি চলতো, সেই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হয়েছে। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলা অডিটোরিয়ামে এবং উপজেলার যেকোনও বড় হলরুমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন আরও পাঁচ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ৪২ হাজার ৯৬০ জন। আর দুই লাখ ২৫ হাজার ১৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা।

প্রথম ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ এক লাখ ৭৫ হাজার ৭৪৪ জন। আর নারী এক লাখ ৬৭ হাজার ২১৬ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন পুরুষ এক লাখ ১৯ হাজার ৭৯৮ জন এবং নারী এক লাখ পাঁচ হাজার ২১৭ জন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ