ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

সংরক্ষিত আসনে সাংসদ হচ্ছেন জিএম কাদেরের স্ত্রী!

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে সংসদের নারী সংরক্ষিত আসনের শূন্য পদে মনোনয়ন পেতে যাচ্ছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাপার সংরক্ষিত আসনের শূন্য পদে মনোনয়নের জন্য কয়েকজনের নাম আলোচনায় আছে। কিন্তু সব দিক থেকে এগিয়ে আছেন দলের চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদের। তিনি বর্তমানে একাধারে জাপার চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

তবে এ প্রসঙ্গে পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, নির্বাচন কমিশন এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করলে জাপা মনোনয়ন বোর্ড এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। ফলে, এই মুহূর্তে বলা যাচ্ছে না কে হবেন পার্টির সংরক্ষিত শূন্য আসনের সংসদ সদস্য।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ