ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাপার ভাইস চেয়ারম্যান হলেন শাফিন

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৩
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক শাফিন আহমেদকে।

রোববার এ নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক এ নিয়োগ দেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিতিতে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন আহমেদ। ব্যান্ড তারকা শাফিন নন্দিত ব্যান্ড 'মাইলস'-এর গায়ক এবং সুরকার হিসেবে জনপ্রিয়। দলটির হয়ে বেজ গিটারও বাজান তিনি। এর আগে, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) যোগ দিয়েছিলেন তিনি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ