রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী-শিশুসহ ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আগুনের ঘটনা পর্যবেক্ষণ করছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরমধ্যে অচেতন অবস্থায় ৪৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বেইলি রোডের এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে অংশ নেয় আনসার, পুলিশ ও র্যাবের সদস্যরা। এছাড়া বিজিবি সদস্যরাও উদ্ধার কাজে যোগ দেয়। রাত সাড়ে ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের ওই রেস্টুরেন্টে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। এর পরই ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ