দায়িত্বে অবহেলার দায়ে দুই মশক নিধন কর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সংস্থাটির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে তাদের চাকরিচ্যুত করার নির্দেশ প্রদান করেন।
চাকরিচ্যুতরা হলেন- ডিএসসিসির অঞ্চল ৭ এর ৭২ নম্বর ওয়ার্ডের মশককর্মী ফাহিম আহমেদ এবং একই ওয়ার্ডের মশককর্মী মিতুল প্রসাদ।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, দায়িত্বে অবহেলার কারণে চাকরি হারান এই দুই কর্মী। এই দুই মশককর্মীর ব্যাংক হিসাব বন্ধ করার জন্য ডিএসসিসির হিসাব রক্ষণ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের চাকরিচ্যুত করার আদেশ জারি করা হয়েছে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ