ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

জানি না, কী সোনার হরিণের খোঁজে ভূমধ্যসাগরে ডুবে মরা: প্রধানমন্ত্রী 

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪

অবৈধভাবে সাগরপথে ইউরোপে যাত্রা করতে গিয়ে ভূমধ্যসাগরে বাংলাদেশি অভিবাসীদের ডুবে মরা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জানি না, কী সোনার হরিণ খুঁজতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মরা, এটা খুবই কষ্টকর। যারা অবৈধভাবে বিদেশে আসতে চায়, তাদের সচেতনতা করতে হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি দেশের ভাবমূর্তি রক্ষায় সবার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কিছুলোক অনবরত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। এটা যেন করতে না পারে, এ ব্যাপারে যথাযথভাবে সজাগ থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাতে অগ্নিকাণ্ড ঘটে। তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ অভিবাসীর মরদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। যে ৯ জনের মরদেহ পাওয়া গেছে তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এদিকে মতবিনিময় সভায় প্রত্যেক প্রবাসীকে বাংলাদেশের একেকজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশে যারা কাজ করেন, তারা নিজেরা অংশীদার খুঁজতে পারেন, দেশে বিনিয়োগ করতে পারেন। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, সেখানে বিনিয়োগ করতে পারেন।

একইসঙ্গে দেশের সমৃদ্ধির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।

দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫-এর পর এবারই সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচনে কোথাও এতটুকু্ও খুঁত পাওয়া যায়নি। যদি মানুষের আস্থা-বিশ্বাস ভালোবাসা অর্জন করতে না পারতাম, তাহলে টানা চারবার নির্বাচিত হতে পারতাম না। ৭ জানুয়ারির নির্বাচনের আগেও বিএনপি খেলতে চেয়েছিল। এ খেলায় তাদেরকে উসকানি দেয় কিছু মুরুব্বি। কিন্তু এবার সফল হতে পারেনি। জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কী নির্বাচন করবে? ২০০৮ সালে পেয়েছিল ৩০টা সিট, ২০ দলের ৩০ সিট। এরপর থেকে এরা নির্বাচনবিমুখ। আওয়ামী লীগ নিজেদের পায়ে দাঁড়িয়ে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবিলা করেই রাজনীতি করে, ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ