ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

এক্সপ্রেসওয়ে প্রকল্পের ক্রেইন পড়ল রেললাইনে!

 ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন চলাচল
প্রকাশনার সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেন রেললাইনে পড়ে যায়।

এতে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল। তিনি বলেন, ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ