গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় রিজান (১৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পৌর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া বাশহাটি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজান গোবিন্দগঞ্জ পৌর এলাকার মহাব্বাপুর তুলসীপাড়া গ্রামের মৃত সেকেন্দার পোর্দারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার।
তিনি বলেন, 'একজন কিশোর পান্থপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সাইকেল চালাচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক পিছন থেকে সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তিনি মারা যান। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনা স্থলে এসে উদ্ধার কাজ শেষ করেছে। এ ঘটনায় নিহতের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, 'ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা পাকড়তলা নামক স্থানে ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। আমরা ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় এনেছি। ড্রাইভার পলাতক, শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
নয়াশতাব্দী/ডিএ/
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ