ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

কচুয়ায় অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪

চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় ১৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ছোট-বড় ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমির হোসেন, হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, বজলুর রহমান, মোক্তার হোসেন, মনির হোসেন, ছোলেমান প্রধান, মাসুম ও হাসান।

ক্ষতিগ্রস্ত আমির হোসেন জানান, সকালে কাজ করতে পার্শ্ববর্তী মাঠে যাই। আগুন লাগার সংবাদ পেয়ে বাড়িতে দৌড়ে এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের লুঙ্গি ছাড়া আর কিছুই রইল না। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রশাসনসহ বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহাতাব মন্ডল বলেন, 'অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাপ নিরূপণ করা হচ্ছে।'

নয়া শতাব্দী/ডিএ/ এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ