ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশি ক্ষুদে হাফেজের বিশ্বজয়

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের ক্ষুদে হাফেজ বশির আহমদ (১৩)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ফাইনাল রাউন্ডে ২০টি দেশের প্রতিযোগীর মাঝে তৃতীয় স্থান অর্জন করে হাফেজ বসির‌। দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করেন যথাক্রমে আলজেরিয়ার ইউসুফ আবদুর রহমান ও লিবিয়ার আহমেদ আলম।

বিশ্বের ৯০টি দেশের সেরা হাফেজদের নিয়ে এই কুরআন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে হাফেজ বশির। ২০২১ সালের পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় দেশ সেরা হাফেজ নির্বাচিত হয়েছিল।‌

হাফেজ বশির এর কুরআন শিক্ষক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল শায়েখ নেছার আহমাদ-আন-নাছিরী বলেন, ‘আমার ছাত্র বিশ্ময়কর এই বালক মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করেছিল। সে আরেকটি বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান যাবে।’

ক্ষুদে এই হাফেজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিক্ষক তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ