ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

চিকিৎসা শেষে আবারো থানায় রাসেল

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:০০
সংগৃহীত ছবি

অর্থ আত্মসাত মামলায় গ্রেফতারকৃত আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে ফের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার রাত সোয়া দশটা দিকে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেয়া হয়।

গুলশান থানা উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম জানান, অসুস্থ বোধ করায় হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল। প্রাথমিক কিছু চিকিৎসা দেয়ায় সুস্থ বোধ করেন।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল থেকে পাওয়া তথ্যে রাত সোয়া দশটার দিকে রাসেলকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিসিন বিভাগের কোনো কার্যক্রম চলমান নেই। তাই মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। রাত ১২টার দিকে সেখান থেকে আবারো থানায় ফেরানো হয়। এখন তিনি থানাতেই আছেন।

ইভ্যালির সিইও রাসেল (৩৭) এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে (৩৫) তাঁদের মোহাম্মদপুরের বাসা থেকে গত বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করে র‍্যাব। শুক্রবার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ