ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

চীন থেকে আরও ৫০ লাখ টিকা আসছে কাল 

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:২৪
সংগৃহীত ছবি

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ করোনার টিকা আগামীকাল শনিবার ঢাকায় আসছে।

শুক্রবার রাতে ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এরই মধ্যে চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বাংলাদেশের ফ্লাইট ৫০ লাখ টিকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। শনিবার সকালে বাণিজ্যিকভাবে কেনা এই টিকা ঢাকায় পৌঁছাবে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে ৫ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ৬ লাখ ডোজ।

এছাড়া বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান ৩ জুলাই দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।

এদিকে গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ