শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ফের তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ

প্রকাশনার সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৯ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩২

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, এবার ভারত সফরে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে দুই দেশের আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধি, সীমান্ত, ভিসা জটিলতা নিয়েও আলোচনা হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্তে গুলিতে বিজিবির সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

সেহেলী সাবরীন বলেন, লিবিয়াতে আটক আরও ১৩৯ জন বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

সাবরীন জানান, মিয়ানমারে চলমান সংঘাতে নতুন করে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে সংঘাতে বাংলাদেশ বা বাংলাদেশিরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং নতুন কোনো অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, দেশটিতে আমাদের দুটি কূটনৈতিক মিশন রয়েছে। মিশন দুটির কর্মকর্তারা সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে প্রয়োজনে দেশটির সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

তিনি আরও বলেন, বিদ্যমান পরিস্থিতি এবং সম্ভাব্য প্রভাব নিয়ে মন্ত্রণালয় সরকারের সব কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসের সঙ্গে নিবিড় ও তড়িৎ যোগাযোগ রক্ষা করছে। সেই সঙ্গে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে মিয়ানমার কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ