ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিপিডিসির নতুন এমডি নোমান

প্রকাশনার সময়: ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:০৯

নানা জল্পনা কল্পনা ও আলোচনা সমালোচনাকে ঊর্ধ্বে রেখে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন পাওয়ার লিমিটেডের (ডিপিডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পেলেন সংস্থাটিরই নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিওরমেন্ট) এবং জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী আব্দুল্লাহ নোমান।

সোমবার (২৯ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের উপসচিব মাসুদা খাতুন স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, ডিপিডিসি এর পরিচালনা পর্ষদের গত ২২ জানুয়ারি ৩৫১তম সভা ও নিয়োগ কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থাপনা পরিচালক পদে আবদুল্লাহ নোমানকে ডিপিডিসি এর চাকরি বিধি মোতাবেক প্রাথমিকভাবে যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগের পরামর্শ প্রদান করা হল।

ডিপিডিসি এর প্রধান প্রকৌশলী (প্রকিওরমেন্ট) মর্তুজা কামরুল আলম বলেন, নবনিযুক্ত এমডি প্রকৌশলী আব্দুল্লাহ নোমান একজন কাজ পাগল মানুষ। আপদমস্তক তিনি একজন সৎ, কর্মীবান্ধব ও দেশপ্রেমিক মানুষ।

ডিপিডিসি এর নারায়ণগঞ্জ (পশ্চিম) ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিচুর রহমান বলেন, প্রকৌশলী আব্দুল্লাহ নোমানকে এমডি নিয়োগের পর ডিপিডিসিতে আনন্দের জোয়ার বইছে। কর্মজীবনে তিনি একজন ক্লিন ইমেজধারী কর্মকর্তা হিসেবে সবার কাছেই পরিচিত।

জানা গেছে, ডিপিডিসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমানের নের্তৃত্বে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) শুন্য পদে নিয়োগ প্রদানে ১৩ সদস্য বিশিষ্ট একটি নিয়োগ কমিটি গঠন করা হয়। ডিপিডিসি এর ৩৫১তম বোর্ড সভার সিদ্ধান্তের পর আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যাচাই বাছাই শেষে গত ২২ জানুয়ারি এমডি পদে নিয়োগ পরীক্ষার জন্য আবেদনকারীদের ডাকা হয়। এরপর এমডি পদে ১৭ জন আবেদন করলেও যাচাই-বাছাই শেষে নিয়োগ পরীক্ষায় ১৬ জনকে ডাকা হয়। তবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৩ জন। এরমধ্যে থেকে ৩ জনের নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এখান থেকে এমডি পদে আব্দুল্লাহ নোমানকে নিয়োগ প্রদানের অনুমতি দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

এমডি পদে সুপারিশকৃতরা ছিলেন- (১) ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিওরমেন্ট) এবং জিটুজি প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) প্রকৌশলী আব্দুল্লাহ নোমান (২) ডিপিডিসির সাবেক প্রধান প্রকৌশলী ও জি টু জি প্রকল্পের সাবেক পিডি মাহবুবুর রহমান (৩) ডিপিডিসির সাবেক নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন জোয়ারদার।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ