ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বতন্ত্র এমপিদের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২৪, ২২:০৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গণভবনে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিভিন্ন বিষয়ে স্বতন্ত সংসদ সদস্যদের দিক নির্দেশনামূলক কথা বলেন।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গণভবনে এই বৈঠক শুরু হয়। সংসদের চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর দেশবাসীর জন্য যে সব প্রকল্প অর্থবহ হয় সে সব প্রকল্পই গ্রহণ করা হয়।

স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে। সেই সঙ্গে সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। আমাদের ওয়েস্ট মিনিস্টার টাইপ পার্লামেন্ট সংসদ, এজন্য সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।

এসময় স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় যদি কেউ ভূমিহীন-গৃহহীন থাকেন তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ