ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধু, আ.লীগ, শেখ হাসিনা ও কৃষিবিদ একই সূত্রে গাঁথা: নাছিম  

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৩

বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা ও কৃষিবিদ একই সূত্রে গাঁথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,বঙ্গবন্ধু বাংলাদেশের কৃষির আধুনিকায়নের জন্য অনেক গবেষণা প্রতিষ্ঠান, সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করায় বাংলাদেশ কৃষিতে আজ উন্নত। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কৃষিতে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নাছিম আরও বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার একমাত্র হাতিয়ার কৃষি। জাতির পিতা বঙ্গবন্ধু এটা উপলব্ধি করেছিলেন বলেই বাকৃবির চত্বরে দাঁড়িয়ে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আ. লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ