ঢাকা মেট্রোপলিটন পুলিশের গেন্ডারিয়া থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে।
সোমবার (২২ জনুয়ারি) বিকেল ৪টায় গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে এবং পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুর আলম, পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ মতিউর রহমান এবং গেন্ডারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামালের আয়োজনে ফজলুল হক মহিলা কলেজ প্রাঙ্গণে এ ‘ওপেন হাউজ ডে’ আয়োজন করা হয়।
‘ওপেন হাউজ ডে’র ভাবার্থ হচ্ছে- খোলা মন, খোলা মত। মাসের একটি নির্দিষ্ট দিনে পুলিশি সেবা সম্পর্কে খোলাখুলি অভিমত প্রকাশ করার এই সুযোগ, পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করে একটি জনবান্ধব ও গণমুখী পুলিশিং ব্যবস্থা সৃষ্টিতে সাহায্য করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন (বিপিএম-সেবা)।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএমপির ওয়ারী জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এস এম শামীম, এসি (পেট্রোল) কপিল দেব গাইন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুল্লাহ মিনু, ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মো. শামছুজ্জোহা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেখ সাথী আক্তার, গেন্ডারিয়া থানা সম্মিলিত মুক্তিযোদ্ধা ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্দা শফিউর রহমান দুলু এবং গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশন) সহ সকল অফিসার ও ফোর্সসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নয়া শতাব্দী/বিসি/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ