ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাসেলের পক্ষে স্লোগান দিচ্ছেন গ্রাহকরা

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র‍্যাব।

এ সময় তার বাসার সামনে উপস্থিত গ্রাহকরা বাসা থেকে তাদের নিয়ে বের হতে র‍্যাব সদস্যদের বাধা দিচ্ছেন।

গ্রাহকরা স্লোগান দিচ্ছেন, ‘রাসেল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।’

বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: গ্রাহকদের টাকা সরকারকে দেওয়ার দাবি রুমিন ফারহানার

বিকেলে রাসেল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র‍্যাব। তখন বাড়ির গেট দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বাড়ির সামনে অবস্থান নেন র‍্যাব সদস্যরা।

এর আগে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করা হয়। এ মামলাতেই রাসেল দম্পতিকে গ্রেফতার দেখিয়েছে র‍্যাব।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ