ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন পর্যবেক্ষণের জন্য রাশিয়া গেলেন সিইসি

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৪
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা

নির্বাচন পর্যবেক্ষণের জন্য রাশিয়া গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সফরে দেশটিতে ৭ দিন অবস্থান করবেন তিনি। তার সফরসঙ্গী হয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।

রাশিয়ায় অবস্থানকালে দেশটির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি।

আজ বৃহস্পতিবার সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন সিইসি। সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে দেশে ফিরবেন কে এম নূরুল হুদা।

জানা গেছে, রাশিয়া সফরকালে সিইসি রাশিয়ার জাতীয় সংসদ রাশিয়ান ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে ৭ দিন অবস্থান করবেন। রাশিয়ার স্টেট দুমা নির্বাচনেও যন্ত্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। যদিও সেটা বাংলাদেশের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মতো নয়। বরং সেটা কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম বা অপটিক্যাল স্ক্যান ভোটিং মেশিন।

নির্বাচন কমিশন, ইসি, সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এরপর অন্যান্য কাজ সেরে দেশে ফিরে আসবেন। সিইসির সফর সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে গত ১৯ আগস্ট পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ