ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

মিডিয়ার কথা শুনে দেশ পরিচালনা করি না : শেখ হাসিনা 

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দেশটা পরিচালনা করি নিজের অন্তর থেকে। মিডিয়াতে অনেকেই অনেক কথা বলে, বলবে। সেখানে কে কী লিখলো আর রাতের বেলা টক শোতে গিয়ে কে কী বললো, সেসব বিবেচনা করে আমি দেশ পরিচালনা করি না। আর সেজন্যই অনেক লোকের সেটা পছন্দ হয় না।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারে দেখতে নারি তার চলন বাঁকা- অবস্থাটা হয়েছে সেরকম। যত কিছুই করি না কেন, একদল মানুষ সমালোচনা করবেই। এরা আসলে হতাশা থেকে এমনটা করে থাকে।

সংসদ নেতা বলেন, আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। এই দেশের মানুষের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। তার কাছ থেকেই শিখেছি, কীভাবে মানুষের জন্য কাজ করতে হয়। সেই অনুযায়ী দেশ পরিচালনা করে যাচ্ছি। অন্যের কাছ থেকে আমার আর কিছু শেখার প্রয়োজন নেই। মানুষ সুফল পাচ্ছে কিনা, ভালো আছে কিনা- শুধু সেটা দেখি।

‘যতই উন্নয়ন করি না কেন, একদল বলতে থাকবে এটা হলো না কেন, ওটা হলো না কেন? এত প্রশ্ন না করে আগে কী ছিল আর এখন কী আছে, এটুকু যাচাই করলেই তো হয়ে যায়। কারও কথা শুনে আমি হতাশ হই না আবার উৎসাহিত হওয়াটাও আমার সাজে না। আমি সেটা করিও না।’ বলেন প্রধানমন্ত্রী।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ