ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিচারপতিদের নিয়ে আপত্তিকর বক্তব্য : হাইকোর্টে নুর

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:০৮

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার মামলায় ব্যাখা দিতে হাইকোর্টের তলবে হাজির হয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি হাজির হন।

এর আগে গত ১১ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরকে হাইকোর্টে তলব করা হয়। এছাড়া তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আজ সে বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন তিনি।

এর আগে নুরুল হকের দেওয়া বক্তব্য নিয়ে ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুয়ায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক আপত্তিকর বক্তব্য দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয় বলে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ