দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় নেতাদের মতামত নিচ্ছে বিএনপির হাইকমান্ড। মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বৈঠকের আজ ছিল দ্বিতীয় দিন। বুধবার বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া বৈঠক চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।
বৈঠকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক এবং সহ-সম্পাদকসহ মোট ১২০ জন নেতা অংশ নেন।
বৈঠক শেষ হওয়ার আধা ঘণ্টা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আজকের বৈঠকে দেশের রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছে। ১২২ জন নেতা এই বৈঠকে অংশ নেন। যথারীতি যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও অনেকে অংশ নেন।
এদিকে বৈঠক থেকে বেরিয়ে দলের একাধিক সাংগঠনিক সম্পাদক জানান, নেতারা দল গোছানো, দ্রুততম সময়ে সংগঠনের কাজ শেষ করা, নির্বাচনের প্রস্তুতি নেওয়া, খালেদা জিয়ার মুক্তি, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়ে বক্তব্য দিয়েছেন।
বৈঠকে অংশ নেওয়া আরেকজন জানান, নেতারা বিএনপির ঘরবন্দি অনুষ্ঠান থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খালেদা জিয়ার মুক্তির আবদার করার বিষয়টিও ‘হাস্যকর’ বলে আলোচনায় উল্লেখ করেন কোনও-কোনও নেতা। কেউ-কেউ নেতাদের কাছে জানতে চেয়েছেন- বিএনপির এই দুরাবস্থা কেন?
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ