ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ঢামেকে শিশুর মরদেহ রেখে পালানো ব্যক্তির পরিচয় মিলেছে

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ১৫:৫৮

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাবা পরিচয়ে ৬ বছরের এক শিশুর মরদেহ ফেলে পালিয়েছেন নূরনবী আকন নামের এক ব্যক্তি। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢামেকে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, সকালে নূরনবী নামের এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তখন তিনি নিজেকে ওই শিশুর বাবা বলে পরিচয় দেন। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তার বাসা বলেও জানান ওই ব্যক্তি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সরা জানান, সকাল ১০টার দিকে জরুরি বিভাগের ৪ নম্বর রুমে চিকিৎসাধীন মারা যায় শিশুটি। এর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিটিও উধাও হয়ে যান। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১ নম্বর ওয়ার্ডে বলে জানান তখন।

তবে বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালে ফিরে আসেন নূরনবী আকন। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। তার নাম রাজিয়া আক্তার।

এ সময় ঢামেক কর্তৃপক্ষকে নূরনবী জানান, শিশু শাফিন আকন তার ছেলে। সকালে তিনি নিজেই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে সে মারা যাওয়ার পর বিষয়টি তিনি একা সামাল দিতে পারবেন না ভেবে মরদেহ রেখেই বাসায় চলে যান, পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে আসতে।

শিশুটির মা রাজিয়া আক্তার বলেন, তারা যাত্রাবাড়ীর কাজলা ছনটেক এলাকায় থাকেন। সকালে বাসার সামনের গলিতে খেলছিল তার ছেলে শাফিন। তখন ব্যাটারিচালিত একটি ভ্যানের ধাক্কায় আহত হয় সে।

নয়া শতাব্দী/আতারা/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ