ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

শপথ নিতে বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৩৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১৯:৫২

সন্ধ্যায় শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় শপথ নিতে সদ্য নিয়োগ পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার থেকে তারা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন। সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ দফায় মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৩৬ জন। তবে এর আকার আরও বাড়তে পারে।

এদিকে মন্ত্রীদের শপথের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বঙ্গভবনে প্রায় ১ হাজার ৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। ২৫ মন্ত্রীর মধ্যে নতুন মুখ রয়েছেন ১২ জন। অন্যদিকে ১১ প্রতিমন্ত্রীর মধ্যে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ পেতে যাচ্ছেন সাতজন। অবশ্য এদের মধ্যে কয়েকজন আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ