দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। আর চিফ হুইপ নির্বাচিত হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা এবং নূর-ই আলম চৌধুরী লিটনকে চিফ হুইপ নির্বাচিত করে।
এদিকে পঞ্চমবারের মতো সংসদনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। আর ডেপুটি নির্বাচিত হয়েছেন শামসুল হক টুকু এমপি। তিনি একাদশ জাতীয় সংসদেরও ডেপুটি স্পিকার ছিলেন।
নয়া শতাব্দী/আতারা/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ