ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

১১ জানুয়ারি থেকে চলবে বেনাপোল এক্সপ্রেস

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৪, ২০:২০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ২০:২২

আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে আবারও যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে বেনাপোল এক্সপ্রেসের প্রথম ট্রেন (৭৯৫) আবার যাত্রী পরিবহন শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ঢাকার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস আবারও চালানোর জন্য নির্দেশনা পাওয়া গেছে। ট্রেনটির প্রথম ট্রিপ (৭৯৫) আগামী ১১ জানুয়ারি আগের সময় অনুযায়ী বেনাপোল থেকে ছেড়ে আসবে। পরে ওই দিন রাতেই দ্বিতীয় ট্রিপ (৭৯৬) ঢাকা থেকে ছেড়ে যাবে।

গত শুক্রবার (৫ জানুয়ারি) ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হন। ঘটনায় ট্রেনের ‘চ’ ও ‘ছ’ নম্বর কোচ একেবারে পুড়ে যায়। আংশিক পুড়ে যায় ট্রেনের পাওয়ার কার। এ ঘটনায় রেলওয়ের আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ দিনে বেনাপোল এক্সপ্রেসের ৭ ট্রিপ স্থগিত করা হয়েছিল।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ