ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের গেজেট প্রকাশ

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:০৯

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে জয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম।

তিনি বলেন, ২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে। গেজেটে নির্বাচিত প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ও আসন নম্বর উল্লেখ করা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ৭ জানুয়ারি ৩০০ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে নওগাঁ-২ আসনের ভোট বাতিল করা হয়, এক প্রার্থীর মৃত্যুর কারণে। সেখানে ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

এছাড়া ময়মনসিংহের একটি কেন্দ্রে অনিয়মের কারণে ময়মনসিংহ-৩ আসনে ভোটের ফল স্থগিত করা হয়েছে। ওই একটি কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, এ দুটি আসন বাদ দিয়ে ২৯৮ আসনের ফল যাচাই করে দেখা হয়েছে। সব ঠিক আছে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের ২২২ প্রার্থী, স্বতন্ত্র ৬২ জন, জাতীয় পার্টির ১১ জন, কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দলে ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একজন করে জয়লাভ করেন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ