ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

জামিন শুনানির জন্য আদালতে মির্জা ফখরুল 

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ১৩:২৭

আদালতের হাজতখানার ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, জামিন শুনানির জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। আপাতত তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে এনে আদালতের নিচ তলার হাজতখানায় রাখা হয়।

মির্জা ফখরুল ইসলামকে কালো রংয়ের একটি গাড়িতে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তার গাড়ি আদালত চত্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা ফখরুলের জামিনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ