দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে ডাব প্রতীকে মাত্র ২ হাজার ১৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন হিরো আলম। শুধু তা-ই নয়, হারিয়েছেন জামানতও।
রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যানুযায়ী, বগুড়া-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম তানসেন এবং স্বতন্ত্র (ঈগল) জিয়াউল হক মোল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
নৌকা প্রতীকে তানসেন পেয়েছেন ৪২ হাজার ৭৮৭ ভোট। বিপরীতে ঈগল প্রতীকে জিয়া পেয়ছেন ৪০ হাজার ৬১৮ ভোট।
অন্যদিকে বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে প্রার্থী হয়ে মাত্র ২ হাজার ১৭৫ ভোট পেয়েছেন হিরো আলম। যার ফলে তাকে হারাতে হয়েছে জামানাতও।
হিরো আলমের জামানত হারানো প্রসঙ্গে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান জানান, মোট প্রদত্ত ভোটের আটের এক শতাংশ ভোট না পেলে যে কোনো প্রার্থীর জামানত বাতিল হয়ে থাকে।
এদিকে, বিভিন্ন অনিয়মের কারণে এদিন বিকেলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন হিরো আলম। পরে রাত পৌনে ১০টায় সংবাদ সম্মেলন করেন, যা তার ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি দেখানো হয়।নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ