দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে রোববার সকাল ৮টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। অন্য সবার মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ সকালে রাজধানীর মিরপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে সারাদেশে। ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদও।
ভোট শেষে সাংবাদিকদের সেনাপ্রধান বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। ভোটের সার্বিক পরিস্থিতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের পরে সহিংসতার পরিবেশ সৃষ্টি হলে কমিশনের চাওয়া অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ