রাত পোহালেই ভোট। তবে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমা নালেতসোভি ভুলে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ 'দমনমূলক'। এতে গভীরভাবে উদ্বিগ্ন তিনি।
শান্তিপূর্ণ সমাবেশ ও সমাবেশের স্বাধীনতার অধিকার বিষয়ক এই র্যাপোর্টিয়ার বলেছেন, 'রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ওপর দমন-পীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বার বার আহ্বান জানিয়েছি। আসন্ন নির্বাচনকে ঘিরে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন।'
তিনি শুক্রবার (৫ জানুয়ারি) তার অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে বলেন, 'বাংলাদেশের সুশীল সমাজ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করার জন্য আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি। নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।'
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ