ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

১৬ ঘণ্টায় ১৪ যানবাহনে আগুন, ৪ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৪ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ভোট বর্জন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ সারাদেশে টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন অতিবাহিত হচ্ছে।

এরইমধ্যে রাজধানীসহ সারাদেশে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছেন। পুড়েছে ছয়টি যানবাহনসহ ৯টি স্থাপনা। এসব স্থাপনার মধ্যে একটি বৌদ্ধ মন্দিরসহ রয়েছে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের দেয়া তথ্যমতে, ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৬ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে দুর্বৃত্তদের দেওয়া ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ছয়টি যানবাহন ও নয়টি স্থাপনা পুড়ে গেছে ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ