রাজধানীর গোপীবাগে ট্রেনে নাশকতা এলাকার কাছাকাছি একটি বস্তিতে বিপুল পরিমাণ বিস্ফোরকের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র্যাব)। সেখান থেকে ৩০টি ককটেল এবং ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরকদ্রব্য মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে। ওই বস্তির চারপাশে র্যাব সদস্যরা ঘিরে রেখেছে। বিস্তারিত পরে জানানো হবে। এর আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে ১ নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন ওই নারীর স্বামী আসিফ মো. খান (৩০)। এ ছাড়া আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ