ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ শফিকুল গ্রেফতার 

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:২২

সৌদি আরবে বসবাস করলেও অবৈধ ভিওআইপি ব্যবসা করেন রাজধানীর মোহাম্মদপুরে। গত প্রায় দেড় বছর ধরে কর্মচারীদের মাধ্যমেই এই ব্যবসা চালিয়ে আসছিলেন আলী নামে এক ব্যক্তি।

মঙ্গলবার বিকেল থেকে মোহাম্মদপুরের লালমাটিয়া জাকির হোসেন সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে র‍্যাব ও বিটিআরসির যৌথ অভিযান শুরু হয়। এরপর রাত ৮টা ১৫ মিনিটে ঘটনাস্থলে অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল ওই ফ্লাটের কেয়ারটেকার।

তবে ব্যবসার মূল মালিক আলী। প্রবাসে থেকেই তিনি তিনজন কর্মী রেখে ভিওআইপি ব্যবসা পরিচালনা করত। তিনজনের মধ্যে দুই জন সার্ভার মেইনটেইন করত। তবে তারা এখন পলাতক রয়েছে বলে জানান।

এ সময় শফিকুল ইসলামের বাসা থেকে অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত ৫১২ পোর্টের ৩ টি সিম বক্স, ২৫৬ পোর্টের ২ টি সিম বক্স, চারটি ল্যাপটপ এবং আনুমানিক দুই হাজার টেলিটক সিম উদ্ধার করা হয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ